Ilish Bhapa । Elish vapa Recipe । Sorisa Ilish Bhapa Recipe in Bangla.

ইলিশ ভাপা রেসিপি । সরষে ইলিশ Ilish Bhapa । Elish vapa Recipe । Sorisa Ilish Bhapa Recipe in Bangla.
Traditional Steamed Hilsa Fish Recipe. Bangladeshi style Shorisha Ilish Recipe



ইলিশ ভাপা রান্নার পদ্ধতিটি একেবারে সহজ এই ভিডিও টি দেখেই করে ফেলতে পারবেন। স্বাদে গ্রানে অতুলনীয়। কোন ধরনের ভাজা পরা নেই। সব মসলা দিয়ে একবারে মাখিয়ে ভাব দিলেই হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগল। কমেন্ট করে জানাবেন।

সরষে ইলিশ ভাপা করতে যেসকল উপকরণ লাগছেঃ
১) মরিচ গুঁড়া – ১ চা চামচ
২) হলুদ গুঁড়া – চিমটি পরিমাণ
৩) লবণ – ১ চা চামচ
৪) জিরা বাটা – ২ চা চামচ
৫) রসুন বাটা – ১ চা চামচ
৬) সাদা সরিষা বাটা – ২ টেবিল চামচ
৭) সরিষার তেল – ১\৪ কাপ
৮) ধনে গুঁড়া – ১ চা চামচ
৯) পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
১০) কাঁচা মরিচ – ৫/৬ টি

Comments