তাল পিঠা Taler Bora Recipe

গ্রাম বাংলার মজাদার তালের বড়া পিঠা ।। তাল পিঠা Taler Bora Recipe ।। Bangladeshi Tal Pitha


খুব সহজে মাত্র কয়েকটি উপকরন দিয়ে  তৈরি করেফেলুন গ্রাম বাংলার মজাদার এই তালের বড়া পিঠা টি।

যে সকল উপকরণ লাগছেঃ

তালের রস ১ কাপ
চাউলের গুঁড়া ১ কাপ
নারকেল কোরা ১ কাপ,
চিনি হাফ (১/২) কাপ,
লবণ ১ চা চামুচের থেকে একটু  কম,
সয়াবিন তৈল পরিমাণ মত।

অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে।


#তালের_বড়া
#TalerBora
#TalPitha



Comments