Labra Recipe | Sobji labra | Bengali Style Niramish সনাতন পদ্ধতিতে সবজির লাবরা | জল খাবার রেসিপি
Cooking Traditional Bengali Mix Vegetable Recipe or Labra Recipe is so easy.
Ingredients/ উপকরণ সমুহঃ
১. বিভিন্ন রকমের সবজি । আমি ৩ কেজী পরিমাণ সবজি নিয়েছি।
২। লবণ পরিমাণ মত,
৩। আদা বাটা ১ টেবিল চামচ,
৪। হলুদ মরিচ গুঁড়া ১.৫, ১ চা চামচ,
৫। জীরা গুঁড়া ১ চা চামচ,
৬। ধনিয়া গুঁড়া ১ চা চামচ,
৭। পানি ৩ কাপ দিয়ে সব গুলি সবজি সিদ্দ করতে হবে।
ফোড়নঃ
১। তেল + ঘি ১/৩ কাপ,
২। এলাচ ৫/৬ টি,
৩। দারুচিনি পরিমাণ মত
৪। তেজপাতা ২/৩ টি,
৫। শুঁকনো মরিচ ৫/৬ টি,
৬। পাঁচফোড়ন ১ টেবিল চামচ
Follow My Social Media:
Facebook: https://www.facebook.com/TSRannaGhor/
Twitter: https://twitter.com/TsRannaGhor/
Blog: https://tsrannaghor.blogspot.com/
YouTube: https://www.youtube.com/c/TSRannaGhor
#LabraRecipe #Sobji #সবজির_লাবরা
#Niramish
Comments
Post a Comment